গান আমার প্রাণ ছুঁয়ে এসে
প্রাণের কথা বলে।
পরানের যেখানে সুমধুর ক্ষনি
সেখান থেকে এসে ছড়িয়ে যায়।
বাঁশের বাঁশি সাতটি ছিদ্র
এক ছিদ্র প্রাণের বায়ু গ্রহণ করে,
ছয় ছিদ্র একত্রো বন্ধনে
সুরের তৈরি, প্রাণের তৃষ্ণা নিবারণ।
আমার বাঁশির ছয় ছিদ্রের বন্ধন
এখনো একত্রিত নয়,
যেন ছয় রিপুর মতো
তারনা করে অন্ধকার কূপে।
নৈঃশব্দ্যের স্তব্ধতায় ঘুঙুরের শব্দ
স্তব্ধতা ভেঙে দিয়ে জাগিয়ে তোলে।
রাখালের অবোধ সঙ্গীর বিপদ পথের শব্দ,
রাখালকে পৌঁছে দেয় ঘুঙুর
রাখাল সঙ্গীকে সুপথে নিয়ে আসে।
তেমনি আমার গানের তাল
ঘুঙুরের শব্দে রাখালকে অন্তরে রাখে।