এতো উন্মাদ হয়ে রয়েছিস কেন রে তুই?
মাঘ এখনো বহমান, বসন্তের হবে আগমন।
তোর কন্ঠ সুমধুর, তাই বলিয়া অসময়ে তুলবি সুর।
একই সুর তুলিয়া গেলি জীবন ভর
ঘর বাঁধিতে না পারিবার বিরহের স্বর।
বসন্ত এলেই কেন তুই স্বপ্ন বুনিস আবার
ঘর বাঁধিবার, সঙ্গী খোঁজার।
কুহু কুহু স্বরে ডাকিয়া ডাকিয়া,
করাইলি কন্ঠের রক্তক্ষরণ।
ও পাস থেকে সারা দিলো না কেউ কন্ঠ মিলাইয়া
এ বারই যেন হয় তোর মরন।
মরনের জন্যই হয় যদি তোর এতো উন্মাদনা,
তবে ডাকিয়া যা গলায় রক্ত তুলিয়া।
পাতা ঝড়া এ বসন্তুই হয় যেন তোর শেষ বসন্ত,
কোকিল নয়, আবার জন্মাইস কাক হইয়া।