যে আশা জলাঞ্জলি দিয়ে
পথে এসে দাঁড়িয়েছি;
আবছা আলোক দেখিয়া
সেই আশা আবার উঠিলো জাগিয়া।

এ জন্মে যার সাথে দেখা নাই-
সে এসে পূর্ন করিবে আমায়।
পথ চাহিয়া আছি, সেই আশায়।।
১৮/০৩/২০২৫খ্রিঃ