দুই টাকা নোটের ভাজ,
পকেট থেকে বের করে
ঝাল মুড়ি খেতে খেতে পারিয়ে যেত সাঝ।
ভাজ খোলায়ও যে কি শান্তি ছিল,
বুঝতে পারছি আজ।
আজ কত অশান্তির শূন্য,
সামনে বসিয়ে বসিয়ে
শান্তিকে সারিয়ে দিচ্ছি একটু একটু করে, পরিপূন্য।
আমি যতই আকুল হয়ে
শান্তিকে খুজেছি,
ততই অশান্তিকে পয়েছি,
এ কি কোন বিপরীত সমিকরন?
যার পিছু ছোটা আছে কি বারণ?