আমি নত হতে হতে, ধূলায় লুটিয়া পরিলাম
তবু ও তোমার মন নাহি পাইলাম।
এ ধূসর মন, এখনো তোমায় খুঁজিয়া বেরায়
এ জীবন, এখনো বিষন্ন হয়।।
আমি কেবলই, তোমার যাওয়া পথে হেঁটেছি
আমায় একা রেখে তুমি চলেছো, তবুও তোমার পিছুু নিয়েছি।
আমি এখনো তোমার চলে যাওয়ার পথেই রইলাম।
আমি নত হতে হতে, ধূলায় লুটিয়া পরিলাম
আমি কত আকুতি করেছি, গানে-কবিতায়
তুমি থেকে যাও-রয়ে যাও, আমার পূর্নতায়।
এ সকলই প্রলাপ বলিয়া, আমায় ফেলিয়া করিলে গমন।
আমি নত হতে হতে, ধূলায় লুটিয়া পরিলাম