আমি তোমার সন্মুখ, দিক বুঝিনা
কোন দিকে তুমি
পূর্বে না দক্ষিনে, উদ্ধে না অধে।
আমি দিক জ্ঞান শূন্য, বেদিক
তোমায় পাইনা।
আমি এক দিকে থাকিতে পারি না,
দিক ভুলে গিয়ে পথ হারিয়ে যাই।
আবার ফিরে আসি শুরুতে
এ ভাবেই বেলা শেষ হয়ে যায়।
তোমায় পারি না খুজিতে।
ঘূর্নিয়মান এই জগৎ সংসারে,
আমি স্থির নই, অস্থির।
কি খেলা খেলছো তুমি
বসে তার মস্তকে,
যে জপে তোমায় হস্ততে।