এখনো ফাল্গুন শেষ হয় নি
দোতারার শব্দ, কোকিলের কুহুতান
গাছে গাছে মুকুলের ঘ্রাণ
এখনো পাওয়া যায়,
গাছের নিচে, শীতল সমীরণে
এখনো গান সোনা যায়।
দেখ আবার তারও ইচ্ছা আছে
সেও আসতে চায়, কন্ঠে কন্ঠ মিলিয়ে
বাদকের বাজনায় সে নিজেকে খুঁজে পায়।
বসন্তে শুধু পাতা ঝরে পরে না,
গাছে গাছে অঙ্কুরিত পাতা
ডালে ডালে প্রস্ফুটিত রঙিন ফুল,
অবোধ শিশুর হাতে মুখে ধূল।
কৃষকের ক্লান্ত দুপুর
কৃষাণীর বয়ে আনা অক্লান্ত শুধা
হাতে বসনে কাঁদা,
এখনো বলে দেয় অজানা স্পর্শে
বসন্ত অনন্ত কাল আমার সাথে গাঁথা।