এখনই তোমার সময় হলো চলে যাবার!
এই শারদ, কাশ ফুল, শুভ্র-নীল আকাশ,
আগমনীর উচ্ছল বাতাস।
বলো তো, এতো সব উপেক্ষা করি কি করে?

তুমি চলে যেতে যখন প্রেমিক প্রেমিকারা মিলিত হয় না,
তুমি চলে যেতে কাল রাত্রিতে, আকাশ ভাঙ্গা শ্রাবনে-প্লাবনে।
তুমি চলে যেতে প্রকৃতি যখন মিলনে সারা দেয় না, অলক্ষ্য ক্ষণে।
আর, তুমি চলে গেলে এমন মধুর লগ্নে।
এমন সময়েই তোমার সময় হলো চলে যাওয়ার।



জানো, কারো হাতে কাশ ফুল দেখলে-
আমি কল্পনায় চলে যাই,
তুমি থাকলে আমায় নিয়ে যেতে, ঐ শুভ্র বনে
এক গুচ্ছ ফুল হাতে তুলে দিয়ে বলতে,
"হয়েছে কি, আরো এনে দিবো?"
উত্তরের অপেক্ষা না করে, 
ঐ উচুতে ঘন কেশের বড় যে ঝোপটি রয়েছে, চলে যেতে সেখানে।
শুভ্র ফুলে পূর্ন করে, চোখ তুলে তাকাতে আমার নয়নে।
আর, তুমি এমন সময়ই বেছে নিলে, ছেড়ে যাওয়ার।
এখনই সময় হলো চলে যাবার।


জানো, মহালয়ার আগমনী ধ্বনি ও আমায় আনন্দে আকৃষ্ট করতে পারলো না,
কেবল বিষাদ জাগিয়ে গেলো।
কেবলই, তুমি নেই, তুমি নেই
হাহাকার ধ্বনি প্রবাহিত হলো।

বলো তো, এমন সময় তুমি বেছে নিলে কেন, চলে যাবার?
অষ্টমীর সাদা শাড়ি যেন কালো হয়ে এলে আমার,
নবমী সে কি আর আমার;
তোমার চলে যাওয়াই হলো আমার বিসর্জন।
এমন সময়েই তোমার সময় হলো চলে যাওয়ার।।