যে তোকে ভালোবাসে,
একবার তাকে বুকে চাপটে ধরে দেখ
কেমন করে তোকে শান্ত করে।
ঘর ভাঙ্গা ঝড়ের রাত,
যেমন করে শান্ত হয়
শঙ্খের ধ্বনি-বজ্রপাতে।
একবার মুখ গুজে দেখ,
তার বুকের উপরে-স্কন্ধের উপর।
দিনের শেষে, ক্লান্তি -অবসাদে
তুই যে শান্ত-শীতল নীড়ের খোঁজে
সেই বিছানাই পাতিয়া রয়েছে এই কাঁধে।
তোর কপালে, একটা সিক্ত ঠোঁটের চুম্বন নিয়ে দেখ,
সারা শরীরে কেমন করে শিহরণ বয়ে যায় শীতলতার।
চোখ বন্ধ করে দুই জোরা ঠোঁটকে সিক্ত করে দেখ,
বর্ষার বন্যর মতো কেমন করে শিহরন জাগায়,
তোর শরীর ময়দানে।
একবার তার আগমনে, দৌড়ে গিয়ে বুকে চাপটে ধরে দেখ
দেখ কত ভালোবাসা ঐ বুকে জমানো।
যে তোকে ভালোবাসে তার কাছে একবার গিয়েই দেখ,
তোর মনের মতো করে সাজিয়ে রেখেছে জগৎ সংসার।
২২-১১-২০২৪খ্রিঃ