এ পারে থাকবো আমি,
তুমি রইবে অন্য পারে।
যেখানে যে থাকি
আর, দেখা হবে না রে।
এ পারে থাকবো আমি, তুমি রইবে অন্য পারে।
দেখার যদিও ইচ্ছা হয়,
তুমি দেখবে কি করে।
তোমার যদিও সকলই ছিলো,
রাখো নি কিছুই আপন করে।

একসাথে বসে হয় নি দেখা, আকাশ-তারা রে
নাম হয় নি রাখা দুইটি তারার
তুমি দেখবে কাহারে।
আমি না হয়, উদাস বাউলের গান গেয়ে বেরাবো
তুমি ডাকবে কাহারে।
সন্ধ্যা প্রদীপ জ্বেলে, আপন মনে গান গাইবে যখন
তখন স্মরিলে মোরে।
ধূপ-প্রদীপ জ্বেলে, তোমার প্রিয় গানটি ধরিও
"তুই ফেলে এসেছিস কারে,  মন
মন রে আমার,
তুই ফেলে এসেছিস কারে।"

১৫-০৯-২০২৩