ঘুমন্ত আকাশের একপাশে জেগে থাকা
বিধ্বস্ত কপালের আঁকাবাঁকা রেখা–
শেষ রাতের আঁধার জানে,
স্লিপিং পিলের হাহাকার!
আঁধারের কণাগুলো হাতড়ে চলে–
শব্দ জুড়ে ভাসতে থাকে অভাব!
সবটাই স্বাভাবিক!
তলিয়ে যাচ্ছে আবছা আলোর ছাপ–
রয়ে যাবে অভাব...!