ভীষণরকম মনখারাপে আজকাল নিজেকেই
অসহ্য বোধ হয়
কেমন যেন হিংসুটে,লোভী.....!
কিসের অপেক্ষায় মাঝরাত জুড়ে দুঃখ কথন,
শীতের স্নিগ্ধ ছোঁয়ায় জমে যায় বাস্তবতা!
অন্ধকারে ডুবতে গিয়ে জেগে ওঠে
হিমঘরের চাপা গল্পের বুনন!
নিজেকেই বোকা ভাবতে আজকাল ভালো লাগে!
জানালার পাশে কাঁচের বোতলে মানিপ্লান্টটা
এঁকেবেঁকে বেড়ে চলেছে,
রোদের অভাবে সবুজ পাতাগুলো
কিছুটা ধূসর হয়তো!
রঙিন কাঁচের চুড়ি ভেঙ্গে গেলে অকারণ কান্না পায়,
দামি পারফিউমটা সাজানো থাকে আলমারিতে–
আড়ালে জমতে থাকা শীতলতা
খুঁজে পায়না আস্তরণের পরত ঠিক কতটুকু!