১)

ফুড়িয়ে যাবে দিন,
একদিন সীমাহীন অন্তরঙ্গের-
পাতলা হয়ে যাবে রক্ত;
হৃদয় হবে না মত্ত;
ফুড়িয়ে যাবে ইচ্ছে সঙ্গমের-

        জীর্ণ হবে মন,শিথিল অকেজো তন-
ফেকাশে হবে স্বপ্ন- ফেকাশে হবে সব রঙ-               
                          ফুড়িয়ে যাবে জীবন-


২)

চোখ ভরে দেখতে যদি চাও;
আসো ঐ রাস্তার মোড়ে-
শিমুলতলায় শিউলী ফুলে;
সাজাবো তোমার তরে-

ঘুম ভাঙ্গা চোখে, পর্দার ফাঁকে-
দেখেছি তোমার হাসির ঝলক;
হাল্কা ইশারায়, দাও একটু সায়;
প্রথম দেখা হয়ে যাক ||