কয়েক'যুগ পেরিয়ে গেছে,
যম-ও ভুলে গেছে হয়তো-
অকালে; আকাল করেছিল গ্রাস-
ভাই'য়ের বোনটি'রে,
পরেনি আর ভাই'য়ের কপালে ফোঁটা
সেদিন যে ছিলো 'ভাইফোঁটা' -
সেই থেকে আজও;
কেউ দেয়নি যমের দুয়ারে কাঁটা-
সেই গোষ্ঠীতে; ভাইয়ের জীবন রক্ষার্তে !
অভিশপ্ত রয়ে গেল ভাই'য়ের জীবন;
রীতিগত আশীর্বাদ আর প্রার্থনার ক্ষুদার্থ; বঞ্চিত !
তবুও বেঁচে আছে আজও 'তৃতীয় প্রজন্ম'-
তবে কিভাবে?
ভেঙ্গে দেওয়া যায় না
এই সামাজিক রীতিনীতির শৃঙ্খল?
কি আছে মূল্য?
নাকি' রীতিনীতি নয়;
সব শুধু এক অনুভূতি মাত্র?
প্রশ্ন তুলছে বার বার তৃতীয় প্রজন্ম-