নীরবতা চিৎকার করে; ডাকছে তোমায়
শোনো, মনের জানালা খুলে; একটু
তাকে দেখো, অস্থির হয়ে; তোমায় ছুঁয়ে
যাচ্ছে উড়ে; একটু তারে ডাকো;
বলবে কথা তোমার সাথে-
ঐ পথের কিনারে, কোনো গোধূলিতে;
দেখেছো কি ঐ পাতাহীন শুষ্ক মহীরুহ?
তারই মত দাঁড়িয়ে আছি আমি
পাও-না দেখতে,
আমার বেদনা সিক্ত বিদীর্ণ দেহ?
করো উন্মুক্ত দুয়ার, কোকিল সুরে ডাকো
একবার; হিমালয়-সম কথা জমে আছে!
রাজকন্যার বেশে আপনমনে; সিংহাসনে-
পাও-না শুনতে? বিরহের গান গেয়ে যায় পথিক,
হৃদয় আঁখি খোলে; স্পর্শ করো তার পংক্তি পংক্তিরে;
সে যে তোমার আমার ই অনুরাগের গান,
দাও ভেঙ্গে; দাও ভেঙ্গে দাও!
যত আছে কুণ্ঠা শৃঙ্খল,
হৃদয়ের টানে, হৃদয়ের গানে;
উন্মেষিত তোমার আমার প্রণয়ের ভ্রুণ |