এত সহজ নয় লেখা বাবু রাও;
যত সহজ লেখা নিজের নাম,
ক্লান্তি অবশাঙ্গতা বশ করবে সেদিন;
যেদিন মগজ নিংড়িয়ে লেখাও কারো কাছে,
হয়ে রয়ে যাবে ডাহা প্রতিলিপি মাত্র -
স্বপ্নেও লেখনীর প্রেমে হবে না লিপ্ত,
ঝাঁজরা হয়ে যাবে হৃদয়; সংশয়ী কথায়,
অশ্রু ঝরবে চিত্তগভীরে রক্তের মত-
রাতজাগা পাখি হয়ে মরমি; করে যাবে বিলাপ!
সকালের কাগজে মুক্তি পেয়েই যেন মৃত্যু তার!
ঘরে ঘরে কোণঠাসা তাকে অন্ধকারে,
ধূলোয় গড়াগড়ি খাবে কবিত্ব!
বাবু রাও, রেখো না কবি হওয়ার অভিলাষ
শত মরমস্পর্শী দৃশ্য তোমায় করবে গ্রাস;
ভাবতে ভাবতে ঘুম, ঘুমাতে ঘুমাতে ভাবনা
বাবু রাও তুমি পারবেনা-
আর;
ক্লান্তি অবশাঙ্গতা বশ করবে সেদিন;
যেদিন মগজ নিংড়িয়ে লেখাও কারো কাছে,
হয়ে রয়ে যাবে ডাহা প্রতিলিপি মাত্র -
২৭/১০/২০১৬;১১:৪৭; রাজু রায়©
আগরতলা,ভারত ||