ভেষজ অসাড়তা কেটেছে খানিকটা-
মাতৃত্ববোধ জাগে যখন সে অন্ত:সত্বা,
তার ই বশে বলে, মোর সন্তান কোথা-
চার আঁখি না করে, ব্যধ বলে-
পুত্রশিশু মা তোর কর্ণপত্র ছাড়া!
জলজ নয়নে, আত্মাদহনে-
জিজ্ঞাসে; শুনতে কি পায় মোর সোনাধনে?
কেটে যায় সহশ্র রাত্রি প্রহর-
ছুটে এসে ছেলে মাকে বলে;
"এক দামাল ছেলে আমায় বলে,
আমি কিনা অদ্ভুত - ছেলে"
নির্বাক মা, কিছু না বলে-
বুকে চেপে ধরে- প্রশমিত করে আত্মোদহন
শেষে এক বেলা, হীন করে নিজ স্বপ্নমেলা-
গোপনে মা সারিল কর্ণপত্র দান-
সে যে মা, করে বিসর্জন আত্মমহীমা,
মাগে শুধু সন্তানের কল্যান!