জানালা বেয়ে নেমে আসে;
তোমার মিষ্টি মিহি সুর,
আমি সূর্যমুখী ফুলের মত ;
হেরি তোমায় রাত্রি দুপুর-
তুমি হয়ে তাল পাতার শীতল হাওয়া ;
অজান্তে জুরিয়ে দাও আমার হিয়া;
তোমার ঐ লাল রেশমী অবুঝ ওড়না-
উড়ে ছুঁয়ে গেল আমার অন্তর আত্মা!
তোমার অগোচরে নিরন্তর চলছে জোয়ার-ভাটা-
তোমার নজরে সবই যেমন কেমন সাদামাটা!
-এসো একবার বেলকুনিতে;
পরশু ঐ জোৎস্না রাতে-
চেয়ে দেখো গগন পানে-
নীলধ্রুব টি জ্বলছে দাউদাউ করে!


১৪/১০/২০১৬ রাজু©