এক অবুঝ অনাথের
চোখে তাকিয়ে দেখেছি;
তার চোখে কত অভিমান!
নির্বাক চিৎকারে বলে,
"আমি বিধাতার সন্তান-
আমি জন্মেছি মানুষের গর্ভে তবু-
আমি নই মানব সন্তান-
ফেলে গেছে আমায় সদ্যজাত শিশুরে-
অচেনা বিস্ময় বিশাল গোলকে,
কে সে নির্দয় বিধাতার সৃষ্টি,
ছুঁড়ে ফেলে দিতে পারে বিধাতার সৃষ্টিরে-
আমি ক্ষমা করবো না তাদেরে!
অন্ধকার কর্দ্মাক্ত জজ্ঞালে ভয়ে কাঁদি-
আমি ক্ষুধার্ত!
কুড়িয়ে নেয় কখনো কোনো মহান আমায়,
আগলে নেয় বুকে,
স্নেহের চাদরে ডাকে-
দেয় বংশনাম ||
আরও কতশত 'আমি', সিক্ত শীতল নর্দমায়-
অনাহারে মরে গলে যাই;
কখনো'বা কেঁদে কেঁদে বলি, আমাকে দিয়ে আসো আমার যোগ্য ঠিকানায় ||