একুল ভাঙ্গে অকুল গড়ে-
      উঠা নামা জীবন ঘিরে;
  চিরদিন থাকে না কারো কিছু,
  পাহাড়ের সামনে উট-ও নিচু ||
        
         কথায় কথায় ব্যঙ্গ,
      আরও খুশি, পেলে সঙ্গ,
      দাঁড়ি-কমা হীন বিদ্রুপ
         ব্যক্ত করে দম্ভ!
    দম্ভের জামা ছিঁড়ে গেলে,
      সব রক্তে মাংসে নগ্ন ||
    
     নির্বোধের সাফল্যতায়-
  অহংকারের বন্যা বয়ে যায়,
    উচ্চশির- তবু মন মাটির-
      এভাবেও বাঁচা যায়;
      আত্মতুষ্টির প্রাসাদ,
     কালচক্রে ভেঙ্গে যায় |

  দিন ফুড়ালে একই শ্মশানে;
         দেহ পুড়ে ছাই-
   একই গঙ্গা তার বুকেতে;
       দেয় সবারে ঠাঁই ||