আমরন তুমি রবে নীরবে,
অন্তর গভীরে-
প্রতিশ্রুতি তোমায় ছুঁয়ে;
তোমার দুহাতে সাজানো ঘর,
দেবো'না ভাসতে অবেলার জোয়ারে-
আমরন তুমি রবে নীরবে,
অন্তর গভীরে-
শ'ত কর্ম-জঞ্জালে,
হারিয়ে যাই ভিড়ে;
হয়'তো দেখিও না,
সামনে থাকা তোমারে-
প্রতিশ্রুতি তোমায় ছুঁয়ে;
আমরন তুমি রবে নীরবে,
অন্তর গভীরে-
কেটেগেছে যত দিন,
তা'র ও অনেকগুণ;
চলবো পথ হাত হাতে-
পাড়ি দেবো সাগর সময়,
রাগে অনুরাগে-
প্রতিশ্রুতি তোমায় ছুঁয়ে;
আমরন তুমি রবে নীরবে,
অন্তর গভীরে-
প্রতিশ্রুতি জীবনসঙ্গীরে-