দৌড় দৌড় দৌড়...
মনের পাখনা মেলে উড়;
মেয়ে বেদুইন-
ইচ্ছে সীমাহীন-
চাঁদ ছুঁতে চায়;
পিছু ফেলে আকাশ অন্তহীন-
সহস্র তারায় গাঁথা আকাশ;
স্নিগ্ধতায় ভেজা জোৎস্না রাত;
চারিদিকে সব সুন্দর;
চাঁদ হাসে নিরন্তর!
ডাকছে ঐ দূরের সোপান,
বলছে "চড়ে পাড়ি দে মহাশূণ্য অন্তহীন" -