এক'ই বৃন্তে দুগ্ধ করে পান,
শৈশবে যেন এক দেহ এক প্রান!
ছোটছোট পায়ে হাঁটি হাঁটি পা-পা' র গান;
একসাথে কত মিথ্যে ঘুমের ভান-
মায়ের হাতে মার, কান্না দেখে তার,
অন্যের যেন উড়ে যেতো প্রান!
নি:স্বার্থ বন্ধনে কঁচি নিস্পাপ হৃদয় মহান ||
সময় মায়াজালে তারুন্যে বার্ধক্যে বিষয় জজ্ঞালে;
চাপা পড়ে হয় কোণঠাসা, বেড়ে যায় দূরত্ব-
অল্পে অল্পে হ্রাস গুরুত্ব;
ক্ষণে ক্ষণে ক্ষয় আপনত্ব-
কারনে অকারনে হয়ে থাকে শ্বাসরুদ্ধ ,
-এক মধুর বন্ধন বিধাতা প্রদত্ত ||
তবু গভীর হৃদয়ে,
নির্বাক স্নেহ আহ্লাদ সম্মান
সদা বিদ্যমান ||