তুমি নারী
✍ রাজু দাস (সুভাষগ্রাম)
তুমি নারী সইতে হয় লাঞ্ছনা
মুখ বুঝে পরিবারের তরে,
তুমি নারী বুকে ব্যথা লয়ে
অশ্রু ঝরে দুই নয়নে,
তুমি নারী বেদনার অনুভব
তোমার আপন সঙ্গী,
নারী তোমার এই সমাজ!
করছে শুধুমাত্র দ্বিচারিতা,
গর্জে ওঠা নেই তোমার মস্তিষ্কে
প্রতিবাদের মুখ্য আন্দোলনে,
যে সমাজ! তোমার সাথে
খেলা করছে হিংস্র পিশাচেরা
একটিবার রুখে দাঁড়াতে হবে
নারী তুমি তোমার নিজের মান বাঁচাতে ।।