সভ্যতার আড়ালে
✍ রাজু দাস(সুভাষগ্রাম)
সভ্যতার আড়ালে হচ্ছে তামাশা
নির্জন রাতের পথেঘাটে
দৃষ্টি নিবদ্ধ করতে হচ্ছে মুখে কুলুপ এঁটে,
প্রতিবাদ করতে গেলে
সম্মুখীন হবে তুমি মহাবিপদের
খেতে হতে পারে কিল, চড়, আর ঘুষি,
ভয় কে ভয় দেখিয়ে গর্জে ওঠা
হবে তোমার প্রতিবাদের প্রথম লক্ষ্য।