চাবুক ও কৃষক
✍ রাজু দাস (সুভাষগ্রাম)
তারিখ :- ১৭/১১/২০১৯
এই জমি আমার
বুঝলে জমিদার!
কষ্টের ফসল উৎপাদন
আমার নিজের হাতে,
জোর করে দাবিদার
তোমার চাবুকের মেরুদণ্ডে,
মাথা নত করবো না
ক্রদ্ধ চোখ রাঙা নিতে,
তবুও শির থাকিবে
উচ্চ অম্বরের দিকে
হ্যাঁ আমরা কৃষক সন্তান
ভয় পাইনি কর্তা
তোমার চাবুকের নির্যাতনে।।