দানব
✍ রাজু দাস (সুভাষগ্রাম)

ওঁরা যেনো কথা বলে
ফিসফিস করে।
দাঁড়িয়েছি নিস্তব্ধে
মুখ চুপটি করে,
চুপচাপ সরে যাই
দেয়ালে পিঠ ঘেঁষে।
শুনেছি কান আছে ওঁদের
অন্ধকারে সভ্যতার দানব তাঁরা।