ঘূর্ণিঝড়
✍ রাজু দাস(সুভাষগ্রাম)
আসছে আগন্তুক হনহনিয়ে
প্রবল দেহে নৃত্য তালে,
চোখ রাঙানি কালো করে
ঝড়ের বেগে পা চালিয়ে।
সঙ্গী সাথী আছে তার
ইন্দ্রকুমার ও পবনকুমার,
বিদ্যুৎ বায়ু বহন করে
ধেয়ে আসছে আমফান।
এবার সব চুপচাপ
বলি তবে শোনো ভাই,
ভয় নেই ,ডর নেই
স্নায়ুচাপ কমে যাক!
ভয় কে ভয় দেখিয়ে
করি এবার জয়গান।