ক্ষণিক সুখের নিষ্টুর পৃথিবী
আয়ু ফুরালে দেয় অব্যাহতি l
কিছু সুখের বাধ ভাঙ্গা মুহুর্ত
হয়ে যাই কালের অন্তরালে চিরতরে বিমূর্ত।
দমের দেহ দমেতে ফুরায়
মাটির দেহে কিসের বড়াই l
মিছে দম্ভ অজানা মোহে সবাই অন্ধ
শত খুঁজে পাই না আজ মানবতার সুগন্ধ।
নতুন দিনের আশায় যথারীতি নিদ্রায় যাই
জান কি তুমি শেষ নিদ্রায় জীবন থেমে যায়।
ভাবি, আজ হবে হয়ত জীবনের শেষ দিন
কিছু না পাওয়ার স্বপ্ন, স্বপ্নই রবে চিরদিন।
জীবন,তোমার কাছে মোর মিনতি
অকালে কেড়ে নিও না তুমি সুখের প্রনতি।
অকাল প্রস্থান কেড়ে নেয় পরিবারের অবস্থান
সজনের মায়া কান্নায় ঠিকানা আমার গোরস্তান।