উঠতে চেয়েছিলাম আরও দীর্ঘ কিছুক্ষন পর।
এই নিশ্বাস এর সাথে মিশে গেছে ভোরের গন্ধ।
সূর্যের অতি পূর্বেই আমি উঠেছি।
দোয়েল আর মোরগ মিলে আমার মহা নিদ্রায় করাঘাত করেছে। নিহার মাখা সকাল। শিশিরে চারদিক ঘেরা। চঞ্চলায় কত পথ। নিঃশব্দের মাঝে শিশিরের আনাগোনা। অকস্মাৎ কানে শব্দ এলো কোকিলের কন্ঠ! সে কোথায়ও নেই। শুধু কুয়াশা। তাকে দেখা যায় নি।
তবে সে প্রাণ ভরে ডাকতেছে। ঝিলমিল সূর্যের কিরন দেওয়ার আগপর্যন্ত ডেকে কোথায় যেন হারিয়ে গেল?
তাহার কন্ঠ দীর্ঘ মনের অতলে সূচের মতো গেঁথে রয়েছে।
মনটা স্নিগ্ধ করে গেল।
আজ তাহার ডাক শুনতে পাইনা বলে বড্ড মন খারাপ হয়।