পরী হইয়াও নেই তোমার ডানা,
তবে চোখ দুটো টানাটানা।
ঝলমল ঐ টানা চোখের ছাউনি,
দেখিয়া মন ভরাইতে পারিনি।
শান্তিতে কাটাবে সে দিন রজনী,
তুমি যদি হও তার হ্নদয়ের সজনী।
যদি হও কারো ঘরের রমণী,
উজ্জ্বল হবে সেই ঘর এমনি।
মনে লাগিবে সুখের এক আবাস,
হাসির ঢলে যখন করিবে বসবাস।
কাজল মাখা ছিল আঁখিতে,
ঘুমের ঘরে এসে দেখা দিতে।
পায়ের নূপুর বাজিবে ঝুম ঝুম,
কেড়ে নিবে নিশি রাতের ঘুম।
শত ছেলেরাও হয়ে যাবে জব্দ,
শুনবে যখন নূপুরের সেই শব্দ।
সাধ্য নাই বলার তুমি মায়াবী না,
পিতা আবুল কালাম, মাতা রিনা।
প্রশংসাটা অন্য কেউ করে কি না,
সুশোভিত নামেই তুমি তানজিনা।
রাখিতাম তোমায় করে স্মরনীয়,
ভালোবাসিতে যদি আমায় প্রিয়।
হাহাকারে মরিতো না রাজুর মন,
খুশিতে মাতিতো সারাটা জীবন।