একটা পাগল ছিল,
মস্তিষ্ক তার গেছে হারাইয়া।
তুমি কি অনুতপ্ত হয়েছো,
এমন পাগলের গল্প শুনিয়া।
মাথা ছিল পিতা ছিল,
ছিল বোন আর ভাইয়া।
সুখের গৃহ নষ্ট করলো,
প্রেমের সুভাষ পাইয়া।
আবেগ ছিল বিবেগ ছিল,
ছিল সুখ আর শান্তি।
একটা মেয়ের ধোকায় পইরা,
করিলো মহা ভ্রান্তি।
কথা ছিল তারই সঙ্গে,
সুখের সংসার করবে।
এমন কথা ছিল নাকো,
রাস্তায় রাস্তায় ঘুরবে।
মনের গহীন প্রেম ছিল,
সুখের ঘর বাধবে।
সব হারিয়ে নিস্য হইয়া,
আজ সে কাঁদবে।
ছলনার ভালোবাসা টুকু,
মিথ্যা আশার ফলে।
সে এখন ঘুরে ঘেরায় ,
রাস্তাঘাটে বন-জঙ্গলে।