একটা কবিতা লিখেছি তোমারি নামে।
তুমি খুঁজে পাবে নীল বর্ণ চিঠির খামে।
কত স্বপ্ন যে দেখেছি করেছি কল্পনা
লাজুকথায় কত কথা রয়ে গেল অজানা
মনেতে জমে অনুতপ্তের আনাগোনা।
তুমি খুঁজে পাবে নীল বর্ন চিঠির খামে।
অনুভব থেকে সরে না যে, না বলার ব্যাথা।
তোমার ছবি এই শুন্য হ্নদয়ের গভীরে গাঁথা।
বলতে পারিনি আমি আবেগি কত কথা।
তুমি খুঁজে পাবে নীল বর্ন চিঠির খামে।
চলে গিয়ে ছিলে কেন বহু দুর দেশে
কাপিয়ে দিয়ে যাও হ্নদয় কল্পনাতে এসে
আধারে ডুবেও রাজুর মন তবু যে হাসে।
তুমি খুঁজে পাবে নীল বর্ন চিঠির খামে।