বলতে গিয়েই সাদামাটা
    এলাকায় ইটের বাটা।
দুর্নীতি কুকর্ম,
      এই কি তাহার ধর্ম।
সার্থই তাহার অর্থ
        বিল করেছে গর্ত।
সমাজ কি বলিবে
       মুখ তাদের অঁচল।
ক্ষয়ক্ষতি হচ্ছে কত
        কৃষকদের ফঁসল।
আকাঙ্ক্ষা মরে গেছে
       বীজ করিতে বপন।
ফসল ভালো হয় না যে
        নষ্ট হচ্ছে রোপন।
অর্থের জন্যই করে ইট
      বালি আর কংক্রিট।
ধুলাবালি আর ধোঁয়াতে
      পরিবেশ হচ্ছে দূষণ
শঙ্কিতায় কে বলিবে?
        করছে সে শোষণ।
এভাবেই হচ্ছি মোরা
            হচ্ছি পথ ভ্রষ্ট
ধুলাবালিতে বাড়ি ঘর
          হচ্ছে মোদের নষ্ট।