চুপিচুপি পথ চলা
মুখে হয়নি বলা।
হ্নদয়েতে নদী নালা
স্বপ্ন দেয় ধোলা
মনে হাজার কথা
বুজে না সে লাজুকতা।
চোখ কত কি বলে
উচ্ছ্বাসেরি ছলছলে।
মনে মনে আবেগ
হ্নদয়েতে কালো মেঘ।
তার বাড়ির পাশে
নানান ফুলেরা হাসে।
মুগ্ধতার নাহি শেষ
মুখোর সে পরিবেশ।
সরল মনে সেই ছেলে
বাড়ির পাশে গেলে।
উতাল মন ভরে
দেখবে কি তাহারে।
সরল সেই রায়হান
ভাবে তাহারে জান।
উপরেতে পরিপার্টি
হ্নদয়তে খান খান।
বুঝানো নয়রে সোজা
নাম তার ফিরোজা।
বুঝিয়াও সে অবুঝ
শুনতে চায় রোজ।