দখিন-দেয়ালি চশমাটা খুলে
চেয়ে দেখো প্রিয় তুমি,
রূপালি আকাশ হাবুডুবু খায়
শিকের জানালা চুমি|
রাত্রির ছাদে নির্ঘুম একা
দাড়িয়ে পিয়াসী চাঁদ,
তোমাকে ভেজাতে নামায় আষাঢ়
ছাপিয়ে কাঁকের বাঁধ|
সন্ধ্যার সাঁকো পেরিয়ে যখন
তুমি খেয়ে নাও ঘুম,
মুখর পৃথিবী রঙিন স্বপ্নে
মৃত হয় নিঝ্ঝুম|
বেঁচে থাকে শুধু ঝিঁঝিঁপোকা আর
জোনাকি মেয়ের দল,
তখনো যে তার ঘুমে ভেজা চোখ
খুলে রাখে অর্গল|
হিরে তারাফুল কুড়িয়ে সতেজ
কাছে রাখে কৌশলে,
নিজ হাতে প্রিয় হঠাত্ কখনো
তোমায় পরাবে বলে|
তোমার বিছানা বঞ্চিত করে
পলকাবদ্ধ চোখ,
হৃদয়ে আমার ব্যর্থ শ্রাবনে
উঠে সমুদ্র-শোক|
একবার যদি শিয়র জানালা
দুপুর আঁধারে খুলে,
আকাশের দিকে তাকাও প্রিয়সী
কখনো মনের ভুলে|
দেখবে তখনো মাস্তানা চাঁদ
তোমায় দিয়েছে ধরা,
তার জল ছুঁয়ে যদি গো তোমার
বুকে জাগে প্রেম খরা|
তুমি শুধু ঐ ঘরের চোখেতে
আমায় দেখিও মুখ,
অশেষ রুপালি শ্রাবনে নিত্য
ভরাবো তবে এ বুক|
রূপোর জলেতে ভেজাবো তোমার
কুসুম নরম দেহ,
তোমার জানালা ঘিরেই আমার
সাজাবো উদয়-গেহ|