হঠাত্ করেই পাল্টে গেলো
মায়াচ্ছন্ন মুখচ্ছবি,
বিপথগামী শব্দে সেথায়
কাম্ড়ে গেলো যুগের কবি।
হৃদয় ছোঁয়া কাজল হলো
উল্টো মুখে প্রবাহিত,
স্বর্ণ অতীত ভূলের জ্বরে
বেহুঁশ ঘরে জীবন্মূত|
চন্দ্রমুখি হরিণী চোখ
কিংবা সোনা রঙের জলে,
অবশ্রান্ত মুখ ভিজিয়েও
পাইনা সে মুখ বোধের তলে।
চরণ জোড়া নুপুর সিক্ত
মুগ্ধ মাতাল চপলতা,
নতুন কালের মন্ত্র ছোঁয়ায়
কবরে তার স্বকীয়তা।
এখন আমার ইচ্ছেরা তাই
মরা পাতায় আটকে থাকে,
আশার মুখে খুব হতাশায়
একলা আমি পথের বাঁকে।
ক্রমেই দেখি চলছে সময়
সরল বুকে দিয়ে পাড়া,
পাথর পঙক্তি ভেদ করে চোখ
পায়না খুঁজে প্রাণের সাড়া|
ত্বকের পাটি শুভ্র তবু
আঁধার লেপা কলম ছবি,
দুঃসময়ে একটু কি তাই
অবোধ প্রাণের সঙ্গী হবি?|