সমুদ্রময় উচ্ছাসি জলে
উপচে পড়ছে চৈতী-প্রাণ,
আজকে আমার পথের কাঁটায়
কবর গড়েছে মৃত্যু গান|
আকাশ বাতাস পথ প্রান্তর
ধূলিকণা কী বা তারকালোক,
অশেষ সুখের সূর্য-আঁচলে
বিছিয়েছে তার সোনালী চোখ|
মুখোমুখি রূপ গাঢ় তিক্ততা
প্যাঁচ লাগা যত কালের কেশ,
গোপন গোপন নীল নকশায়
পাথর চেপেছে নিরুদ্দেশ|
রোদ চাপা মেঘ খুশির নুপুরে
তাই আজ নাচে পৃথিবীময়,
শত্রুর বুকে মৃত্যুর ছোরা
এনেছে আমার দারুণ জয়|
কবি ক'ন এতে কিসের আবার
এতটা খুশির মহড়া তোর,
ঠিক কিছু নেই কার যে কখন
আসবে এমনি তমসা ঘোর|