কাঁচের তারায় জীবন্ত চোখ ঠেকে,
পড়ে ফেলি দুর সৌর দ্বীপের পাঠ,
কোহে কাহাফেও লুকালে কবির প্রেম,
টেনে তুলি তার স্বর্ণ-দীঘল মাঠ|

সন্ধানি হাত কৌশলি নখে যদি,
খুঁজে পায় কিছু ক্ষত পাথরের বুক,
যেখানে চিহ্ন কবর-আখরে লেপা,
সেখানেও করি প্রবাহিত বোবা মুখ|

গৃহস্থালির অযুত শব্দ ভেঙে,
অবোধ আমিও চরণে ঠেকাই ছাদ,
বিশ্ব মায়ের মুখের গ্রন্থ পড়ে,
নিমেষেই তার করে ফেলি অনুবাদ|

সেতারে বদ্ধ কোকিলের ব্যকরণ,
আঙুলেই তার সরাই দেয়াল যত,
নিরস শব্দ-রূপহীন অবয়বে,
রঙধনু এনে সাজাই মনের মত|

পৃথীবি থেকেও আরেক পৃথিবী পড়ি,
যোগ বিয়োগের শাস্ত্র খচিত খাতা,
পেটের ভিতরে মরুব্যথা কাঁদে যার,
প্রচ্ছদে তার পড়ি ভেতরের পাতা|

গ্রহ গ্রহান্ত নক্ষত্রের লিপি,
হাতের রেখায় পড়ে ফেলি সব তার,
কিন্তু তোকেই পড়তে গেলে যে শুধু,
সম্মুখে নামে মূর্খ-অন্ধকার|
_______________________