হে প্রিয় অলকা বেহুঁশ ঘরের
চোখ দুটো রেখো খুলে,
মাঝরাতে হয়ে মেঘের মুদ্রা
জড়াবো তোমার চুলে|

জোছনার ফুল দেহ-প্রচ্ছদে
এই হাতে এঁকে দিবো,
কোহে কাহাফের সমুদ্র-রঙ
একেবারে শুষে নিবো|

ভাবের উঠোনে যত তারাদের
মুখরিত জেগে থাকা,
তোমার ফরাশে পাঠাবো তাদের
জোনাকি-শব্দ মাখা|

চোখ মেলো যদি পাঁজরের কাঁচে
লুকোচুরি হাত ভরে,
এক এক করে  খেয়ালি-ডানায়
যত খুশি রেখো ধরে|

নিশাচর প্রাণ সজাগ প্রহরী
দু চোখে টেনেছে খিল,
জেগে আছে শুধু কবি এক সাথে
প্রাণের অন্ত্যমিল|

আজকে সে তাই ঘরে ফিরবেনা
সারা রাত জেগে রবে,
হীরক-বুকের কবিতা তোমায়
সুমধুর সুরে কবে|
_____________________