দৃশ্য শরীর ভিতর 'আমি'র
অর্ধেক হয় অংশীদার,
যতক্ষণ না হুকুম মাফিক
সে ফেলে যায় বংশী ভার|
কূল পদবী সঠিক তালেই
'পা'তে জড়ায় দীর্ঘ পথ,
পিঠ ও চোখের উচ্চারণে
উত্তর দেয় রক্ত রথ|
অমুক তমুক চিহ্নিত মুখ
মেঘ-স্বরে পায় শ্রবন কূপ,
উতলে উঠে কী চমত্কার
সঙ্গে নিয়ে দিনের রূপ|
হস্তগত যশ খ্যাতি মান
দীপ্তি ছড়ায় তার পাশেই,
ইহকালের অগ্নিবীণার
প্রচ্ছদে 'নজরুল'টা সেই|
যেইনা হঠাত্ অসীম ধ্রুব
সত্যে ডোবায় মুখটি তার,
অমনি দেখি নাম হারিয়ে
ভিন্ নামে সে হয় বিচার|