মেঘ পতিত ধূল থেকে তোর
পালকি এলো দৃশ্যতায়,
তার অকৃত্রিম পূর্ণ গ্লাসে
'জীবন' চলার শক্তি পায়|
পেটের বিছন বুক চিরে তার
বুকেই পুঁতি খুব করে,
ঢেকুর তোলা অরূপ প্রহর
প্রাণ রসে তার রূপ ধরে|
গা পোড়ানো নীল আকাশের
মুখেও টানি যেই আড়াল,
খুব গভীরে হাতড়ে দেখি
উড়ছে তারই মায়ার পাল |
উদার বুকে বয় সে বিপুল
মূল পথিকের চরণ চিন্,
সে নয় আগুন স্বভাব সিক্ত
আরশমুখী খুব কঠিন|
সে যে ভীষণ বিনয় মাখা
অহংকারির উল্টো রূপ,
তার বুকেতেই তোর জাগরণ
আবার তাতেই জীবন চুপ|
আজকে সে তুই ঊর্ধ্বমুখী
পা পড়েনা তারই গায়?
কিসের এত গর্ব'রে তোর
কিসের এত শক্তি পায়?|