আমি নেই আর আমার আমি'তে
আমি পরিচয়হীন,
সেই আমি'কেই খুঁজে ফিরো তুমি
দিন দিন প্রতিদিন?|
আমি নেই কোথা আকাশ বাতাস
কিংবা অথৈ জলে,
অথবা ভীষণ কয়লা-রাঙানো
নেকাবী মেঘের তলে|
ঘন জঙ্গল পাহাড়ের গুহা
দ্বিতীয় গ্রহের ঘর,
কোথাও পাবেনা আমাকে যদিও
খোঁজো সারা কালভর|
আমি বসে থাকি কলমের মুখে
কবিতার ভরা বাঁকে,
তারি অবয়বে আমার আমি'টা
একেবারে ভেসে থাকে|
তারি চোখে এই আমার চোখের
নীরব অশ্রু টানি,
তারি মুখে হাসি হাঁটি তার পায়ে
তারি কানে কানাকানি|
তার হৃদয়েই আমার হৃদয়
অনুভব মিশে রাখে,
সাদা কিবা কালো সময়ের মেঘ
তার শরীরেই মাখে|
বুকে তার আমি জোনাকী রাতের
অগণ্য হীরে তারা,
জীবনের চাঁদ পুরো ভাগ করে
নুরে নুরে হাসে যারা|
আমার পৃথিবী তারি চোখে প্রিয়
মুখরিত খেলা করে,
দু চোখ ভাঙার কষ্টও তাই
জমা থাকে তার ঘরে|
এ আমাকে তাই খুঁজে ফেরো যদি
কোনদিন কোন প্রাণ,
সব ছেড়ে তবে কবিতার বুকে
করে যেও সন্ধান|
দেখবে আমার পূর্ণ আমি'র
আলোকোজ্জল ধারা,
জড় মুখে তার সাত সমুদ্র
সে কেমন দিশেহারা?|