প্রেমময় খুঁজে ফিরি
সহস্র কালোর বুকে,
তোমারই গোপন রাখা,
রহস্য গভীর মাখা,
সমুদ্র পূণ্যময় সে
হীরে রাত হৃদয় ঠুকে,
প্রেমময় খুঁজে ফিরি
সহস্র কালোর বুকে|

যে কালে আরশে আজীম
নিকটেই থাকে টানা,
মাশুকের উত্তলিত,
হাতে ছোঁয় কবুলকৃত,
প্রার্থনা হে পরোয়ার
রহমত পূর্ণ দানা,
সে রাতে আরশে আজীম
নিকটেই থাকে টানা|

বুকে যার কোটি রাতের
কল্যান জমে থাকে,
মুমিনের দেহ-ঘরে,
ফেরেশতার কণ্ঠ ঝরে,
ভরে যায় ভাগ্যলিপি
জীবনের বাঁকে বাঁকে,
বুকে তার কোটি রাতের
কল্যান জমে থাকে|

সে রাতের অন্বেষণে
এ অধম চোখের তারা,
মরুময় তৃষ্ণা ধরে,
কাতর প্রাণ কাতর স্বরে,
করোনা তারে প্রিয়
কখনো স্বপ্ন হারা,
সে রাতের অন্বেষণে
অধম আজ চোখের তারা|

খুলে দাও ভেতর চোখের
সুগভীর সূর্য আলো,
যেন তার চিহ্ন ধরে,
খুঁজে পাই নিজের ঘরে,
শান্তিময় অসীম অতল
সেই রাত আঁধার কালো,
খুলে দাও প্রিয় চোখের
সুগভীর সূর্য আলো|

২২-০৭-২০১৪