এ পথে আমরা মানিনাতো আর
প্রাচীন কালের রীতি,
চিরতরে চাই মুছে দিতে তার
কাঁটা-সমগ্র স্মৃতি|

এই পথে নয় আমরা এখন
পথিক মুক্ত পথে,
বড়ই সেঁকেলে দেহখানি তার
ব্যস্ত পৃথিবী-রথে|

যাদের চরণে এই পথ পায়
সাদা বুকে কালো জল,
ওরাতো বোঝেনা যুগের চাহিদা
ওরা প্রাচীনের দল|

ওরা তোলে শুধু অসহ্য সেই
একঘেঁয়েমীর সুর,
ওরা তাই আজ পশ্চাতে আর
আমরা অনেক দুর|

কালের ধুলোয় সনাতন যত
লাঙল পড়েছে চাপা,
এখন কী আর দাড়িপাল্লায়
পৃথিবীটা যায় মাপা?|

এসেছে নতুন ক্লান্তি বিমুখ
যন্ত্র মুখর  সুখ,
এখন শুধুই গতিময়তায়
মুক্তি চতুর্মুখ|

আমরা হলাম অত্যাধুনিক
যুগের সফল ছেলে,
আমরা শুকাই সমুদ্র জল
একরাত হাতে পেলে|

আমরাই পারি পৃথিবীকে দিতে
সময়ের ভরা পাত,
যেখানে শুধুই খেলে শব্দেরা
দূর্গম কালো জাত|

মহাকাব্যের টুটি ধরে আনি
খোলা আষাঢ়ের মত,
প্রতি বাঁকে নেই যেখানে দেয়াল
এই পথে আছে যত|

আমি বলি তবে এই পথে হেঁটে
যায়না কী পাওয়া হাতে?
অতি আধুনিক যুগ-সন্ধান
সাদা কাগজের পাতে|

পাওয়া যায় তবে তোমরা সকলে
এই পথে দুর্বল,
টেনে যাও তাই যাত্রার মুখে
আধুনিক অর্গল|

এপথে হেঁটেই সময়কে ধরো
সামর্থ্য থাকে যদি,
এই পথে আছে প্রকৃত জ্ঞানের
পাহাড়ী চোখের নদী|

এ পথের শেষে পেয়ে যাবে তুমি
হাজারো পথের খোঁজ,
প্রকৃত মুক্তি,শান্তিরা এসে
ধরা দিয়ে যাবে রোজ|

[১৭-০৭-২০১৪]