এপারে উপচে পড়া
জনতার সমুদ্র-ঢল,
ওপারে কল্পনাতীত
চিরসুখ অসীম অতল|
চারদিকে টুকরো শরীর
পৃথিবী নিরুদ্দেশে,
সূর্যটা কোন্ কামরায়
আজকে বন্দি বেশে?|
এপারে কয়লা টানা
দুটি চোখ আলোহারা,
মাঝখানে দীর্ঘ সেতু
নীচে কাঁক-আগুন-ধারা|
সে সেতুর শেষ চরণে
ত্রিশ হাজার বছর লাগে,
পার্থিব-হাতের মুঠোয়
পায়ে যার গতি জাগে|
যদি হয় সফেদ তবে
পায় সে পলক-গতি,
কালোদের চরণ মুখে
পড়ে রয় চির যতি|
অলোকের শরীর সমান
দেহ তার হীর-তলোয়ার,
হে বেভুল কেমনে হবি
দ্রুত সেই পথখানি পার?|
আছে তোর রসদ কী আর
যোগ্যতা নিজ দখলে?
ঐ যে দেখ্ পার হয়ে যায়
সামর্থ্যবান সকলে|
১৯-০৭-২০১৪