মাটির গোলকে চাইনা আমার
ক্ষণিকের ঘুম-ঘর,
যান্ত্রিক-সুখ উন্নত থেকে
ক্রম উন্নততর|
আমি তো এখানে মুসাফির একজনা,
আমি তো এখানে যুগ যুগ থাকবোনা|
এখানে আমার সীমিত জীবন
খেয়ালের ভুলে যদি,
কেটে যায় তবে ওপারে আমার
চির আগুনের নদী|
আমি তো এখানে এসেছি অন্বেষণে,
আমি তো এসেছি আপনার প্রয়োজনে|
ওপারে আমার অসীম সময়
মুখ চেয়ে বসে আছে,
সাদা কালো হাতে এপারে আমার
কৃতকর্মের কাছে|
তবে কেন এই মিছে মায়া মিছে খেলা?,
কেন নয় তার সন্ধানে রত বেলা?|
কেন আজ আমি মৃত চোখা সেই
চিরসত্যের কাছে?,
যেখানে আমার মৃত্যু বিমুখ
অসীমতা পড়ে আছে|
আমিতো এসেছি দুহাতে সাজাতে তাকে,
তবে কেন আজ এ মোহ দূর্বিপাকে?|
০৫-০৭-২০১৪