এ যেন আরেক বায়ান্ন
গুলি বর্ষণ এটা নয় কাম্য
এ যেন বায়ান্ন'র পূর্নজন্ম
আবারো ফিরেছে রফিক, জব্বার, বরকত ও অন্যান্য।
এ যেন আরেক বায়ান্ন
রক্ত দিয়েছি বায়ান্ন'তে, যদি আবারো দিতে হয় আজ
তবুও বৈষম্য করবোই দূর , পড়বো মোরা সাম্যের তাজ
পাক বাহিনী চালিয়ে গুলি পার পায়নি হয়েছে কাত
তারাও মোদের করেছে গুলি সময় হলে পাবে জবাব।
কোটা যেন নয় এটা শুধুই যেন ভিক্ষা
কোটা দিয়ে দেশ চলে না, দরকার মোদের শিক্ষা
কোটা যেখানে বৈষম্য অন্ধকার আর দুর্নীতি
মেধা সেখানে আলোরপথ মুক্তি আর সংহতি
কোটা যেখানে মেধাধারীদের গলায় বেকারত্বের ফন্দি
মেধা সেখানে নজরুলের ঐ লৌহকপাটে বন্দি
কত দিন চলবে এ নির্মম অনাচার ?
আর কত বৈষম্য আর কত অত্যাচার ?
কবে মুক্ত হবে মেধা, নিপাত যাবে কোটা বাদ
ছাড়বো না রাজপথ ছাত্রসমাজ জিন্দাবাদ।।