ইচ্ছেরা কি সত্যি বাঁচে
কোথাও তাদের নগর আছে?
নাকি তারা তেপান্তরে
রাজপুত্রের ঘোড়ায় চড়ে,
হওয়ায় মেলায় দিনের শেষে
মন ডুবিয়ে ঘুমের দেশে।।

কিংবা ভাবনগরের আখড়া ঘরে
ইচ্ছে গুলো ব্যায়াম করে,
নিয়ম দাদা পাহারা দেয়
ঘড়ির কাঁটায় দম দিয়ে যায়,
কেমন তরো ইচ্ছা হবে
হিসাব কষে বলে দেবে।।

আবার কিছু ইচ্ছে আছে,
যারা নাকি খুব ছোয়াচে
পলকা মনের আগল ঠেলে
সলতে কখন পাকিয়ে তোলে,
তখন আড়ম্বরের নীল আকাশে
বাসনা মেঘের বরাত আসে।।

তবু হাজার ‘ঠিক থাকার‘ মাঝে
হটাৎ এমন ইচ্ছে বাজে,
এক রোখা সেই বলগা ঘোড়া
বিষয় বিমুখ নিয়ম ছাড়া,
সবুজ পাতায় কুড়ি সাজায়
বোধিবৃক্ষের বীজ দিয়ে যায়।।