মানের হাঁড়ি, লোভের নাড়ি,
ঈর্ষার জল, কামনার ফল,
আরো যতেক বদ খেয়ালি,
মনের বাড়ির কূটকচালি।
দাবি দাওয়ার হাজার দাপট,
লেপ্টে থাকা স্নেহ কপট,
দমিয়ে রাখা ইচ্ছে যত,
কালকে বাঁচার স্বপ্ন শত।
পুড়বে যখন চিতার ছাঁচে,
ঝাপসা হওয়া মনের কাঁচে,
স্মৃতির আঁচড় জল ঝরাবে,
শূন্যে জীবন সাঙ্গ হবে।
এইবেলা তুই দে বলে দে,
ভালোবাসার যতেক খিদে,
মান ও ভানের পাত্রে ভরে,
পাওনা গুলো দে পুড়িয়ে।
বুঝ না-বুঝের দ্বন্দ ফেলে,
ভাবের দোরের আগল ঠেলে,
দেরির আগেই জানিয়ে আসি,
তোমায় অনেক ভালবাসি।।